কোয়ার্টি কি-বোর্ড নিয়ে ফিরছে নকিয়া

মোবাইল ফোন রিভিউ June 3, 2017 807
কোয়ার্টি কি-বোর্ড নিয়ে ফিরছে নকিয়া

কোয়ার্টি কি-বোর্ডের জন্য ব্ল্যাকবেরির ফোন বেশ জনপ্রিয়। এবার কোয়ার্টি কি-বোর্ড সম্বলিত ফোন আনছে নকিয়া। ফোনটির মডেল নকিয়া আরএক্স-১০০। সম্প্রতি ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।


এর আগে ২০১২ সালে নকিয়া কোয়ার্টি কি-বোর্ড সম্বলিত একটি ফোনের কনসেপ্ট প্রকাশ করে। এবার সেই ডিভাইসে বাস্তবে আসতে যাচ্ছে।


জানা গেছে, নকিয়া আর এক্স ১০০ ফোনটিতে ৩.০ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ৬৪০×৪৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।


নকিয়া আপকামিং ফোনটিতে কোয়ালকম এমএসএম৮৯৬৮ চিপসেট ব্যবহার করা হয়। এতে ২ জিবি র‌্যাম থাকবে।


ফোনটি ৮ জিবি কিংবা ১৬ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।


নকিয়ার নতুন এই ফোনটির দরদাম এবং এটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।