

অনেক দিন পর হাবলু বিদেশ থেকে এসেছে। বউয়ের জন্য শখ করে বিদেশি লিপস্টিক আনলো। তো শ্বশুর বাড়ি গিয়েছে বেড়াতে! সেখান থেকে মার্কেটে যাবে, বাসা থেকে বের হয়ে হাবলু বউয়ের মুখের দিকে তাকালো কিন্তু দেখলো বউয়ের ঠোঁটে লিপস্টিক নেই!
হাবলু : তোমার ঠোঁটে লিপস্টিক দাওনি?
স্ত্রী : তুমি কি এনে দিছো যে দেব?
হাবলু : গতকাল যে দিলাম সেটা কি করছো?
স্ত্রী : ও-ওটা... ওটা তো বিদেশি মরিচ মনে করে গরম ভাত দিয়ে খেয়ে ফেলেছি!
কথা শুনে তো হাবলু তার শ্বশুরকে ডেকে সব বললো। শ্বশুর শুনে বললো-
শ্বশুর : থাক বাবা, রাগ করো না! আসলে ওতো আগে খায়নি তাই গরম ভাত দিয়ে খাইছে। এই শোন! সকালে পান্তা ভাত দিয়া খেতে হয় ফাজিল কোতাকার।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment