হোজ্জার অতিথিপরায়ণ

হাসির গল্প April 17, 2016 1,521
হোজ্জার অতিথিপরায়ণ

হোজ্জা একদিন চায়ের স্টলে সবাইকে বললেন, 'আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।'

'বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান', বলল সবচেয়ে চতুরজন।

তাদের নিয়ে বাসার দিকে রওনা দিলেন হোজ্জা। বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, 'আমি আগে বাসায় গিয়ে স্ত্রীকে কথাটা বলি। তোমরা একটু পরে আসো।'


খবরটা শোনার পর স্ত্রী রেগে আগুন, 'ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।'

'তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, তার একটা সুনাম আছে।'

'বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো; আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।'


এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিল।

হোজ্জার স্ত্রী দরজা খুলে বললেন, 'হোজ্জা তো বাড়ি নেই।'

'সেকি, আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি। সেই থেকে দরজার দিকেই তাকিয়ে আছি। সে তো বের হয়নি।'

কথাটা শুনে হোজ্জার স্ত্রী চুপ করে গেলেন। ওপর তলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিলেন। নিজেকে আর ধরে রাখতে পারলেন না, জানালা দিয়ে ঝুঁকে বললেন, 'আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?'