বল্টু ভাইয়ের ব্যায়াম

হাসির গল্প April 17, 2016 3,599
বল্টু ভাইয়ের ব্যায়াম

সকাল সকাল চোখটা চড়ক গাছে উঠে গেল আমার । একি ! একি দেখছি আমি । সূর্যতো ঠিকই আছে ।পায়ের দিকে তাকিয়ে দেখলাম মাটি উল্টে যায়নি তো ?


হাতে বার দুয়েক চিপটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি কিনা ! না ঠিকই তো আছে । তবে ? একি সত্যি ?

আমাদের চেনাজানা ,পাড়ার ‘শুটকি’ খ্যাত বল্টু ভাই ইয়া বড় বড় দুটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে ছাদে দাড়িয়ে একবার উপরে তুলছেন আবার নামাচ্ছেন । তুলছেন তো বটে ,তাও আবার অবলীলায় ।


: একি বল্টু ভাই ?

তাকালেন তিনি ।তবে তার ব্যায়াম থামলনা ।

: বল কি বলবি ?

স্বাভাবিক গলা ।ব্যাপারটা কি ?

খপ করে একটা পাথরে ধরে ফেললাম ।ধরেই চোখ এবার উঠল ডবল চড়ক গাছে ।

শোলা ! পাতলা শোলাকে ওনি পাথরের মত কেঁটে ব্যায়াম করছেন ।


: একি একি করছিস কি ? ছাড় !

ভয় পেয়ে ছেড়ে দিলাম !

: বল্টু ভা…

: বুঝলিনা !

কথা শেষ হবার আগেই কথা পাড়লেন ওনি ।সাথে একটা চোখ টিপ ।

: এত শো ..

: আরে বুঝলিনা ..

আরেকটা চোখ টিপ ।সেইসাথে পাশের ছাদে ইশারা ।


হুম বুঝা গেল ব্যাপারটা ।

একটা মেয়ে দাড়িয়ে আছে ওখানে ।

: ও ,এই ব্যাপার !

বল্টু ভাইয়ের ব্যায়াম ততখনে আবার শুরু হয়ে গেছে ।


: বুঝলিরে পল্টু ! আমাকে তো আজকাল অনেকেই ‘শুটকি’ বাদ দিয়ে ‘ইবনে সীনা’ ডাকছে !

চেচিয়ে বলতে লাগলেন ।যেন আমাকে নয় ছাদের কোনে দাড়ানো মেয়েটাকাকে শুনাচ্ছে !

: ইবনে সীনা ?


: হুম !চিনিসনি তো ? তোই তো ঐ গ্যাদার মার মতো সারাক্ষন ,ঐ কি বাংলা ছবি দেখিস ! রেসলিং ! নাম শুনিছিস তো !দেখতি যদি তবেই চিনতে পারতি ।ইয়া ইয়া হাত পা !

: কিন্তু বল্টু ভাই ,ওতো ‘জন সীনা’ !


মিন মিন করে বললাম আমি ।

: জন সীনা না তোর মাথা ! ইবনে সীনা !তুই কি আমার থেকে বেশি জানিস ?


তারপর কন্ঠটা একটু কমে এলো ।

: হ্যারে সত্যিই কি জনসীনা নাকি ?

: তাই তো শুনেছি ।আমাদের পাড়ার যে জিকু ,পান্তু ? এরা তো হরদমই খালি রেসলিং দেখে !ওদের কাছেই তো শুনেছি ।


আমারও মিনমিনে গলায় বললাম ।

: হোক তো জনসীনা !

আবার চেচালেন বল্টু ভাই ।

: তুই না পল্টু !খালি ঐ পুচকেদের কথা বলিস ।আমি বলছি জনসীনা দাদা ইবনে সীনার কথা ।


: জনসীনার দাদা ইবনে সীনা !জিকুদের কাছে তো ওনাম শুনিনি ?


শুনেই বাংলা ছবির জাম্বুর মতো হেসে উঠলেন বল্টু ভাই ।


তবে আমার কাছে যেন কোথাও কোথাও থাকে আনোয়ার হোসেনের মত লাগল ।বিশেষ করে বিখ্যাত হার্ট অযাটাকের সিনের মত !

: জানবি কিরে তুই ? দুদিনের ছোড়া ।শোন .. শোন তবে বলছি ইতিহাস !খোলেই বলছি তোকে !


হাত থেকে পাথর থুড়ি শোলাগুলো নামিয়ে রাখলেন পাশে ।


: জনসীনার দাদার নাম ছিল ইবনে সীনা ।সেকি স্বাস্থ তার ছিল !আমার চেয়েও তাগড়া !তার নামে তো একটা হাসপাতালও আছে ।

তার ছেলে হলে ‘ই’ বাদ দিয়ে নাম রাখল ,বনে সীনা ।

সেই এক মহা পালোয়ান । এরপর হল দুঃখের দশা ! আর কি বলব !তারহল এক রোগা পটকা ছেলে ।

সেই না তোদের ঐ কি যেন ছোড়াটার নাম ?


: জনসীনা ?


: হুম ।ওর নামতো আগে ছিল জনে সীনা ।তোর মুখ্য লোক ।বিকৃত করে ডাকিস জনসীনা ।

আমি মুখ শিটকালাম ।


: আর ! তোর তো সাহস কমনা ,আমাকে কিনা ঐ পুচকে জনসীনার সাথে তুলনা করিস !


বলেই একটা পাথরে থাবড়া দিয়ে বসলেন ওনি ।

ওমনি ঐটা ভেঙ্গে শোলা বাতাসে উড়তে লাগল !

এই ফাঁকে আমি পালালাম ।কখন না আবার দ্বিতীয় ছোলাটা মাথায় ছুড়ে মারেন ?


মাথা ফাঁটার ভয়ে নয় ,শোলাটা গুড়িয়ে যাবার ভয়ে ।কারন মেয়েটা তখনও ছাদের কোনে ঠায় দাড়িয়ে মিটিমিটি হাসছিল !