হুয়াওয়ের নতুন ফিটনেস ট্রেকার

গ্যাজেট রিভিউ May 30, 2017 845
হুয়াওয়ের নতুন ফিটনেস ট্রেকার

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনার নতুন একটি স্মার্ট ব্যান্ড কাম ফিটনেস ট্রেকার অবমুক্ত করেছে। মডেল হনর ব্যান্ড এ২। এটি ডিসপ্লে সম্বলিত। ডিভাইসটি হার্ট রেট মনিটর করতে সক্ষম।


ব্যান্ডটিতে ০.৯৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফিটনেস ট্রেকার হিসেবে এতে আছে পেডোমিটার, এক্সারসাইজ ট্রেকার এবং স্লিপ ট্রেকার।


ডিভাইসটি আইপি৬৭ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি পানি ও ধুলোবালি প্রতিরোধী।


স্মার্টফোনের সঙ্গে পেয়ার করে হনরের ব্যান্ডটি থেকে ফোন কল, বার্তা, ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন পাওয়া যাবে। এর ব্যাটারি লাইফ বেশ উন্নত। এটি স্টান্ডবাই মোডে ১৮ দিন সচল থাকবে।


হনর এ২ চীনের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ৩০ ডলার। বেশ কয়েকটি রঙে ফিটনেস ব্যান্ডটি পাওয়া যাবে।