রাস্তা ঝাড়ু দিয়ে গিনেস বুকে

ওয়ার্ল্ড রেকর্ডস May 29, 2017 2,336
রাস্তা ঝাড়ু দিয়ে গিনেস বুকে

ভারতের পরিচ্ছন্নতম শহর হিসেবে ১০ নম্বরে থাকা ভদোদরা নতুন একটি রেকর্ডে গড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান সফল করতে একটি জায়গায় সব থেকে বেশি সংখ্যক নাগরিক একসঙ্গে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছিলেন। রবিবার সেই ভদোদরা নাম লেখালো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বুকে। খবর হিন্দুস্তান টাইমসের।


ভদোদরার পৌরনিগমের কমিশনার বিনোদ রাও জানিয়েছেন, আকোটাক সঙ্গে ডান্ডিয়া বাজারের সংযোগ স্থাপন করা এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু একসঙ্গে ঝাঁড়ু দেন প্রায় ৫,০৫৮ জন মানুষ। ৫০টি দলে ভেঙে তাঁরা এই কাজ করেন।


বিনোদ রাও জানিয়েছেন, ‘দেশের পরিচ্ছন্নতম শহর হিসেবে দশ নম্বরে জায়গা করে নেওয়ার আনন্দেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। এখন আমাদের একমাত্র লক্ষ্য দেশের এক নম্বরে নিজেদের নাম লেখানো। ‘ রবিবার এই অভিযানের সাক্ষী থেকেছেন প্রায় ৫০ হাজার মানুষ। অনুষ্ঠানের শেষেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে প্রশংসাপত্র দেন উপস্থিত বিচারক।