গরমে ত্বকের যত্নে ৫ স্ক্রাব

রূপচর্চা/বিউটি-টিপস May 29, 2017 712
গরমে ত্বকের যত্নে ৫ স্ক্রাব

গ্রীষ্মের প্রচণ্ড গরম আর ধুলাবালিতে ত্বক হয়ে পড়ে অনুজ্জ্বল। এ সময় ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চাই খানিকটা বাড়তি যত্ন। ত্বকের সুরক্ষায় ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন। এটি মরা চামড়া ও রোদে পোড়া দাগ দূর করে ত্বক করবে উজ্জ্বল। জেনে নিন স্ক্রাব কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-


▶চিনি ও অলিভ অয়েল


ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর এই স্ক্রাব। ১ চা চামচ চিনির সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে চক্রাকারে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


▶চিনি ও লেবুর রস


১ চা চামচ চিনি ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান ঘষে ঘষে। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।


▶চিনি ও কফি


সমপরিমাণ চিনি ও কফির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্রাবটি ত্বকের ময়লা ও তেলতেলে ভাব দূর করবে।


▶চিনি, ওটমিল ও মধু


১ চা চামচ চিনির সঙ্গে ১ চা চামচ সেদ্ধ ওটমিল মেশান। মিশ্রণে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


▶তরমুজ ও চিনি


রোদে পোড়া ত্বকের যত্নে তরমুজ ও চিনির স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি ত্বকে ফিরিয়ে আনবে জৌলুস।


তথ্য:বোল্ডস্কাই