চুলের রুক্ষতা দূর করে মধু

রূপচর্চা/বিউটি-টিপস May 27, 2017 652
চুলের রুক্ষতা দূর করে মধু

চুল বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে? মধুর সহজ দুটি হেয়ার প্যাক ব্যবহার করুন নিয়মিত। চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। এটি প্রাণহীন চুলে ফিরিয়ে আনে ঝলমলে ভাব।


▶জেনে নিন মধুর হেয়ার প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-


২ টেবিল চামচ মধুর সঙ্গে ৪ টেবিল চামচ দুই মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। মিশ্রণটি আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তোয়ালে দিয়ে ঢেকে নিন চুল। আধা ঘণ্টা পর শ্যাম্পু ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের রুক্ষতা দূর করবে।


৩ টেবিল চামচ অপরিশোধিত মধুর সঙ্গে ২টি ডিম ও নারকেল তেল মেশান। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক নরম ও ঝলমলে করবে চুল।


তথ্য:এনডিটিভি