

প্রশ্নকর্তা : এক লোক গোসল করতে গিয়ে মাথায় পানি ঢালছে তো ঢালছে কিন্তু অবাস্তব কাণ্ড লোকটার চুল ভিজছে না। কারণ কি বলতে পারেন?
প্রার্থী : এটা কী করে সম্ভব স্যার। এতো হাস্যকর ব্যাপার।
প্রশ্নকর্তা : ভেবে বলুন!
প্রার্থী : পারছি না স্যার।
প্রশ্নকর্তা : লোকটার মাথায় তো চুলই নাই, ভিজবে কি করে বলেন তো।