রাতে নফল নামাজে পবিত্র কোরআনের আয়াত কি উচ্চ স্বরে পড়া যাবে?

ইসলামিক শিক্ষা May 26, 2017 1,757
রাতে নফল নামাজে পবিত্র কোরআনের আয়াত কি উচ্চ স্বরে পড়া যাবে?

প্রশ্ন : মাগরিব, এশা ও ফজরের ফরজ নামাজগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে, কোরআন উচ্চ স্বরে পড়া হয়ে থাকে।


ফরজ ছাড়া যেসব সুন্নাত বা নফল নামাজ রয়েছে, সেগুলোতে কীভাবে কোরআন তিলাওয়াত করতে হবে?


উত্তর : ফরজ ছাড়া নফল যে নামাজগুলো আছে, সেগুলোতে আপনি ইচ্ছা করলে উচ্চ স্বরেও পড়তে পারেন, আবার ইচ্ছা করলে নীরবেও পড়তে পারেন। আর সুন্নত সালাতগুলোর মধ্যেই নীরবে পড়ার বিষয়টি আমরা লক্ষ করে থাকি। তবে রাতের নামাজগুলোতে (তাহাজ্জুদ) একটু আওয়াজ করে পড়ার বিষয়টি আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনে বলেছেন।


রাতের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহুতায়ালা আয়াত অবতীর্ণ করেছেন। সেটা হলো অনেক বেশি আওয়াজ করে পড়াও উত্তম নয়, আবার একবারে ক্ষীণ আওয়াজে পড়াও উত্তম নয়; বরং মাঝামাঝি আওয়াজের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে থাকেন, তাহলে এটাই তাঁর জন্য সবচেয়ে উত্তম।


তাই আপনি রাতের নামাজ যদি আদায় করে থাকেন, তাহলে একটু আওয়াজ করে পড়তে পারেন।


বাকি নফল বা সুন্নাত নামাজ যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আওয়াজ না করাটাই হচ্ছে উত্তম। এখানে রাতের নামাজ বলতে আমরা তাহাজ্জুদকে বোঝাচ্ছি। তাহাজ্জুদটায় মূলত রাতের নামাজ।: