ব্ল্যাকহেডস দূর করার দুই উপায়

রূপচর্চা/বিউটি-টিপস May 26, 2017 643
ব্ল্যাকহেডস দূর করার দুই উপায়

ব্ল্যাকহেডস মুখের যেকোনো অংশেই হতে পারে। ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে ময়লা, ধুলাবালি, তেল, মৃত কোষ ইত্যাদি জমে লোমকূপের মুখ বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাক হেডস তৈরি হয়। অনেক সময় ব্ল্যাকহেডস দূর করা কঠিন হয়ে পড়ে।


ব্ল্যাকহেডস দূর করতে দুটো সহজ উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।


গ্রিন টি ও বাদামি চিনি

গ্রিন টি ও বাদামি চিনি বা ব্রাউন সুগারের মধ্যে রয়েছে ত্বকের উপকারী শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এগুলো ব্ল্যাকহেডস কমাতে সহায়ক।


কীভাবে তৈরি করবেন

দুই চা চামচ ঠান্ডা গ্রিন টি নিন। এর মধ্যে এক চা চামচ বাদামি চিনি মেশান। ধীরে ধীরে মাস্কটি মুখে মাখুন এবং ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


হলুদের গুঁড়ো ও পুদিনার জুস

ব্ল্যাকহেডস দূর করার ঐতিহ্যবাহী ঘরোয়া উপাদান হলো হলুদ। আর একে পুদিনার সঙ্গে মেশানো হলে আরো ভালো কাজ করে।


কীভাবে তৈরি করবেন

দুই চা চামচ পুদিনার রসের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মেশান। এটি মুখে মাখুন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।