শখ করে গিটার বাজানো যাবে কি?

ইসলামিক শিক্ষা May 23, 2017 2,200
শখ করে গিটার বাজানো যাবে কি?

প্রশ্ন : শখ করে গিটার বাজানো কি ইসলামে বৈধ?


উত্তর : আসলে শখ করে হারাম কাজের বৈধতা ইসলামে দেওয়ার কোনো সুযোগ নেই। শখে হোক বা শখ ছাড়া গিটার বাজানোর বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে আহলুত তাহকিকের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, এ কাজটি জায়েজ নয়। সুতরাং এটি শখেও জায়েজ নেই, শখ ছাড়াও জায়েজ নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন