

পরামর্শ শক্তি বাড়ায়।– হযরত আলী
অভিজ্ঞজনের পরামর্শ নেওয়া ভালো।– ইমার সন
পরামর্শ বুদ্ধিকে পরিপক্ক করে।– ড্রাইডেন
শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার পরামর্শ নিও না।–স্যার জন উইলঘট
পরামর্শ মানুষের কাজে বলিষ্ঠতা আনায়ন করে।–ভার্জিল
▶বচন
যেমনি বুনো ওল,
তেমনি বাঘা তেঁতুল।
অর্থ : দুষ্টকে দমন করতে অধিকতর দুষ্টের প্রয়োজন। এ কথা বোঝাতে বলা হয়।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment