

এই পাকিস্তানি অতিকায় আরবাব খিজর হায়াত। পাকিস্তানে হাল্ক নামে পরিচিত ৪৩৬ কিলোগ্রাম ওজনের আরবাব ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (ডাব্লুডাব্লুই)-তে অংশগ্রহণ করতে আগ্রহী।
ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরবাব জানিয়েছেন, ডব্লুডব্লুই-তে যোগ দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায়, সেই লক্ষ্যে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন তিনি।
আরবাবের দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তাঁর উচ্চতা ৬.৩ ফুট। দিনে ৩৬ টি ডিম, পাঁচ কিলো মাংস ও পাঁচ লিটার দুধ খান তিনি। আরবাবের দাবি, এত ভারী হলেও তাঁর কোনও শারীরিক সমস্যা নেই।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment