লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

কম্পিউটার রিভিউ May 20, 2017 1,027
লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

নতুন দুইটি গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। একটি মডেল ওয়াই ৫২০, অন্যটির মডেল ওয়াই ৭২০। ভারতের বাজারে


ল্যাপটপেরগুলোর মূল্য যথাক্রমে ৯২ হাজার ৪৯০ রুপি এবং ১ লাখ ৪৯ হাজার ৯৯০ রুপি।


ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এবং লেনোভোর অনলাইন স্টোরে ডিভাইস দুইটি পাওয়া যাবে। এগুলো বিক্রির জন্য এখন প্রি-অর্ডার নেয়া হচ্ছে। তবে ঠিক কবে


নাগাদ এটি বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ওয়াই৫২০ ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে আইপিএস এজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ইনটেল


কাবি লেক কোর আই ৭-৭৭০০এইচকিউ প্রসেসর। ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম রয়েছে। গ্রাফিক্সের জন্য ল্যাপটপটিতে আছে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৫০ জিপিইউ


এবং ৪ জিবির জিডিডিআর৫ র‌্যাম।


অন্যদিকে ওয়াই ৫২০ ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং ১২৮ জিবি এসএসডি স্টোরেজ আছে। এতে ৭২০ পিক্সেলের বিল্টইন ওয়েবক্যাম এবং মাইক আছে।


আরও আছে ইউএসবি ৩.০, ইউএসবি টাইপ সি এবং ফোর ইন ওয়ান কার্ড রিডার। ল্যাপটপটিতে চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।


গেমিং ল্যাপটপ ওয়াই ৭২০ ওয়াই ৫২০ এর মতই। এর কনফিগারেশনের পার্থক্য শুধু র‌্যাম, জিপিইউ, স্টোরেজ এবং ব্যাটারিতে। ওয়াই ৭২০ ল্যাপটপটিতে ১৬ জিবির


ডিডিআর ৫ র‌্যাম রয়েছে। এতে ২ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং ২৫৬ জিবি এসএসডি ড্রাইভ আছে। ল্যাপটপটিতে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।