কোন সুরাকে কোরআনের মা বলা হয়?

ইসলামিক শিক্ষা May 19, 2017 1,158
কোন সুরাকে কোরআনের মা বলা হয়?

প্রশ্ন : কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয়?


উত্তর : কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুরা, সেটাই হচ্ছে উম্মুল কোরআন। সেটা হচ্ছে সুরাতুল ফাতিহা। ‘উম্মুল কোরআন’ তথা ‘কোরআনের মা’।


রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসের মধ্যে বলেছেন,‘যে সালাতের মধ্যে উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পড়ল না, তার নামাজটা হচ্ছে অপরিপূর্ণ, অপরিপূর্ণ, অপরিপূর্ণ।’


সুরা ফতেহার গুরুত্ব এত অপরিসীম যে এটিকে কোরআনের মা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা মূল উৎস রয়েছে। তেমনিভাবে কোরাআনে কারিমে যে বক্তব্য রয়েছে, তার মূল হলো সুরা ফাতেহা। তাই এটাকে উম্মুল কোরআন বলা হয়ে থাকে।


আসলে কেউ যদি সুরা ফাতেহার অর্থ উপলব্ধি করেন, তহলেই তিনি বুঝতে পারবেন, যে সেখানে কী বলা হয়েছে এবং জীবনও জগৎ সম্পর্কে মৌলিক কথা এখানে বলেই দেওয়া হয়েছে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন