একটি যুগের সমাপ্তি: এমপি৩ ফরম্যাট এখন মৃত

বিবিধ টেক May 16, 2017 1,520
একটি যুগের সমাপ্তি: এমপি৩ ফরম্যাট এখন মৃত

নব্বইয়ের দশকে গানের জন্য খুবই জনপ্রিয় একটি ফাইল ফরম্যাট ছিল এমপি৩ ফরম্যাট। এই অডিও ফরম্যাট উদ্ভাবনকারী জার্মানির ফ্রনহফার ইন্সটিটিউট আনুষ্ঠানিকভাবে এটির লাইসেন্সিং প্রোগ্রামটি বাতিল করেছে বলে দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে।


এর অর্থ এই নয় যে, আপনার হার্ড ড্রাইভে থাকা মিউজিক আপনি প্লে করতে পারবেন না। কিন্তু নতুন নতুন অনেক ডিভাইসে এই ফাইল ফরম্যাট আর সমর্থন করবে না।


ইন্সটিটিউটটি এক বিবৃতিতে জানিয়েছে, যেহেতু এমপি৩ ফাইল ফরম্যাটটি এখনো জনপ্রিয় তাই নতুন ফরম্যাট এএসি (অ্যাডভান্স অডিও কোডিং) আরও অনেক বেশি ফিচার দিবে এবং কম বিটরেটে উচ্চমানের অডিও অভিজ্ঞতা নেয়া যাবে।


তারা জানান, যদিও অনেক ভালো ফাইল ফরম্যাট থাকার পরেও স্ট্রিমিং করা এবং তথ্য নেয়া আনায় এমপি৩ ফরম্যাট নিঃসন্দেহে অনেক বেশি দক্ষতা সম্পন্ন ছিল।


সূত্র: দ্য নেক্সট ওয়েব