ত্বকের রুক্ষতা দূর করে তরমুজ!

রূপচর্চা/বিউটি-টিপস May 11, 2017 605
ত্বকের রুক্ষতা দূর করে তরমুজ!

গ্রীষ্মের ফল তরমুজ ত্বকের যত্নে অনন্য। তরমুজের প্রায় ৯৭ ভাগই পানি। এছাড়া ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাসিয়াম ও ক্যালসিয়াম রয়েছে এতে। তরমুজের ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও সুন্দর। ত্বকের রুক্ষতা ও কালচে দাগ দূর করে ত্বক প্রাণবন্ত করে এটি।


▶জেনে নিন কীভাবে ত্বকের যত্নে তরমুজ ব্যবহার করবেন-


⚫কয়েক টুকরা তরমুজ কাঁটাচামচ দিয়ে ভেঙে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।


⚫তরমুজে রয়েছে প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা টোনার হিসেবে কাজ করে। তরমুজের রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


⚫কয়েক টুকরা তরমুজ চটকে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দই মেশান। ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


⚫ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে তরমুজ। তরমুজ পেস্ট করে ১ চা চামচ অ্যালোভেজা জেল ও আধা চিমটি হলুদ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ধুয়ে ফেলুন পানি দিয়ে।


⚫ত্বকের তেলতেলে ভাব দূর করে তরমুজ।


তথ্য: বোল্ডস্কাই