গরমে ঠান্ডা রাখবে যে ৬টি খাবার

সাস্থ্যকথা/হেলথ-টিপস May 9, 2017 698
গরমে ঠান্ডা রাখবে যে ৬টি খাবার

গরমে ঘামের ফলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। তাই এমন খাবারই খাওয়া উচিত, যাতে পর্যাপ্ত পানি আছে।


এখানে থাকছে তেমনই ছয়টি খাবারের তালিকা, যা গরমে আপনাকে ঠান্ডা রাখবে।


১. তরমুজ

তরমুজ গরমে আপনাকে দেবে প্রশান্তি। তাই এই সময় আপনার খাদ্যতালিকায় রাখতে পারেন তরমুজ। কারণ তরমুজের মধ্যে ৯০ শতাংশই পানি। যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। ভিটামিন ‘এ’ ও ‘সি’ সমৃদ্ধ এই ফলে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।


২. শসা

শুধু গরমের সময় নয়, শসা সবসময়ই উপকারী শরীরের জন্য। গরমে একটা শসা আপনাকে ঠান্ডা রাখতে অনেকটা সাহায্য করতে পারে। শসায় প্রচুর পরিমাণ পানির থাকার কারণে এটি গ্রীষ্মের জনপ্রিয় সবজি হিসেবে খাদ্যতালিকায় শুরুর দিকে থাকে। শসা ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও অন্য বেশ কয়েকটি খনিজ পদার্থের ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। বাইরে গরম থাকলে তাই একটা শসা খেয়ে দেখুন, মনের সঙ্গে সঙ্গে শরীরও ঠান্ডা থাকবে।


৩. চিড়া পানি

গুড় মিশ্রিত চিড়া পানি সবসময়ই শরীরের জন্য উপকারী। এটি পেট ঠান্ডা রাখতে অধিকতর কার্যকরী।


৪. পুদিনাপাতা

ঠান্ডা ও প্রশান্তির জন্য পুদিনাপাতাও ভালো খাবার। গরম কমাতে অনায়াসে নানাভাবে পুদিনাপাতা খাওয়ার অভ্যাস করতে পারেন। এক গ্লাস ঠান্ডা পানির সঙ্গে পুদিনাপাতার গুঁড়া মিশিয়ে খেলেও ভালো ফল পাবেন। এ ছাড়া বাজারে ‘মিন্ট টি’ কিনতে পাওয়া যায়, সেটা খাওয়ার অভ্যাস করলেও গরমে প্রশান্তি পাবেন।


৫. সবুজ শাক

সবুজ পাতার শাকে কম ক্যালরির পাশাপাশি থাকে ৯২ শতাংশ পানি, যা আপনার শরীরকে ঠান্ডা এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখবে। সবুজ শাকে ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘কে’ পাওয়া যায়। আছে ফলিক অ্যাসিডও। আর এসবের সবটাই আপনার জন্য এই মৌসুমে দারুণ উপকারী।


৬. দই

গরমের খাবার হিসেবে দইও ভালো খাবার। বিশেষ করে টকদই। দই দিয়ে তৈরি লাচ্ছিও খেতে পারেন। এ ছাড়া বাজারে নানা ধরনের দইয়ের পানীয় পাওয়া যায়, সেসবও গরমের খাবার হিসেবে খেতে পারেন। তিনবেলা নিয়মিত খাবারের পাশাপাশি কিছুটা দকদই খেলেও ভালো ফল পাবেন। কারণ, দইয়ের ৮৫ শতাংশ পানি আপনার শরীরকে গরমে সুস্থ রাখতে সাহায্য করবে।