থ্যালাসেমিয়া রোগীদের যে ধরনের খাবার নিষেধ

সাস্থ্যকথা/হেলথ-টিপস May 9, 2017 1,510
থ্যালাসেমিয়া রোগীদের যে ধরনের খাবার নিষেধ

থ্যালাসেমিয়া বংশগত রক্তস্বল্পতা জনিত রোগ। এই রোগে রোগীকে বারবার রক্ত দিতে হয় বলে দেহে আয়রনের মাত্রা বাড়ে। আয়রন হৃৎপিণ্ডে, যকৃতে, অগ্ন্যাশয়ে জমা হয়। এতে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে পারে। তাই এই রোগে আয়রন জাতীয় খাবার খেতে সাধারণত নিষেধ করা হয়।


এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩২তম পর্বে কথা বলেছেন ডা. মুজাহিদা রহমান। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।


প্রশ্ন : থ্যালাসেমিয়ার রোগীদের খাবারদাবারে কোনো বিষয় আছে কী?


উত্তর : যেহেতু এরা নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকে, দেখা যায় একদিকে যেমন রক্ত নিচ্ছে, অন্য দিকে দেহে লৌহ বা আয়রন জমা হচ্ছে। লৌহ বা আয়রন জমে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলে। ডায়াবেটিস, হার্ট ফেইলিউর ইত্যাদি হতে পারে।


প্রশ্ন : কোন কোন খাবার খেতে নিষেধ করা হয়?


উত্তর : আমরা আয়রন তাদের জন্য মানা করে দেই। সাধারণত আয়রন জাতীয় জিনিস তারা খেতে পারে না।


সূত্রঃ এনটিভি