সাধারন জ্ঞানের আসর - ১০৭তম পর্ব

সাধারণ জ্ঞান May 8, 2017 1,671
সাধারন জ্ঞানের আসর - ১০৭তম পর্ব

১. প্রশ্ন : নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে?

উত্তর: সিঙ্গাপুর।


২. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?

উত্তর : অ্যালেন শোফার্ড।


৩. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা পাইলট কোন দেশের নাগরিক?

উত্তর : যুক্তরাষ্ট্র।


৪. প্রশ্ন : প্রথম কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ফ্রোয়েবল।


৫. প্রশ্ন : কোন শহরকে ‘মোটর গাড়ির শহর’ বলা হয়?

উত্তর : ডেট্রয়েট শহরকে।


৬. প্রশ্ন : ডেট্রয়েট শহর কোন দেশে?

উত্তর : যুক্তরাষ্ট্রে।


৭. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান কোন ধরনের?

উত্তর : লিখিত সংবিধান।


৮. প্রশ্ন : মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান।


৯. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?

উত্তর : রাঙ্গামাটি।


১০. প্রশ্ন : রাঙ্গামাটি জেলার আয়তন কত?

উত্তর : ৬.১১৬ বর্গ কিলোমিটার।


১১. প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : ফখরুদ্দিন মুবারক শাহ।


১২. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়?

উত্তর : নেদারল্যান্ডের হেগ শহরে।


১৩. প্রশ্ন : গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?

উত্তর : গ্রীসে।


১৪. প্রশ্ন : দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কতটি?

উত্তর : ২৩টি।


১৫. প্রশ্ন : মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?

উত্তর : ১৯৬১ সালে।