বাহুবলী-টু বাংলাদেশে মুক্তি পেলে যেমন হতো

মজার সবকিছু May 7, 2017 1,348
বাহুবলী-টু বাংলাদেশে মুক্তি পেলে যেমন হতো

▶সেনাপতি কাটাপ্পাকে খুনি দেখান হয়েছে বলে সৈনিকদের কেউ মানহানির অভিযোগ করত। অতঃপর ‘বাহুবলী-টু’ মুভিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না?" - এই মর্মে কোনো রুল জারি হতে পারত।


▶কীভাবে ‘বাহুবলী-টু’ মুভিটি কয়েক দিনেই এত কোটি টাকা আয় করছে, এর পেছনে কোনো দুর্নীতি আছে কিনা সেটা জানার জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হতেই পারত।


▶বাহুবলী-২ মুভিটির এত টাকা আয়ের পেছনে কোনো সন্ত্রাসী সংগঠনের হাত আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ‘বাহুবলী-টু’ মুভিটির প্রচারণা সাময়িকভাবে সারা দেশে বন্ধ করে দেয়া হতো হয়তো!


▶অমুক মন্ত্রীর সঙ্গে কাটাপ্পার চেহারা মিল আছে, এই অভিযোগ করে মন্ত্রী ছবিটিকে বিরোধী দলের চক্রান্ত হিসেবে উপস্থাপন করতে পারতেন!


▶‘বাহুবলী-টু’ মুভির আয়ের ওপর ‘জাতীয় রাজস্ব বোর্ড’ অতিরিক্ত ২৫% কর আরোপ করত।


▶কোনো কোনো সংগঠন ‘বাহুবলী-২’ মুভিটির সেন্সর বাতিলের দাবিতে রাস্তায় সমাবেশ ও মানববন্ধন করত।


▶এত ঝামেলা সামলাতে গিয়ে ‘বাহুবলী-টু’ মুভির পরিচালক ও প্রযোজক এত টাকা আয়ের পরও ফকির হয়ে যেতেন, এবং শেষ পর্যন্ত স্টার এনার্জি বাল্ব কোম্পানির মতো ৩০০ কোটি টাকার মুভি মাত্র ৫০ টাকায় বিক্রি করে দিতেন...