ছয়শ যাত্রী বহনে সক্ষম আস্ত এক বিমান টেনে বিশ্বরেকর্ড!

ওয়ার্ল্ড রেকর্ডস May 4, 2017 1,654
ছয়শ যাত্রী বহনে সক্ষম আস্ত এক বিমান টেনে বিশ্বরেকর্ড!

বিশ্বের বড় বিমানগুলোর মধ্যে ‘এয়ারবাস এ৩৮০’ অন্যতম। এক সাথে পাঁচ থেকে ছয়শ জন যাত্রী বহনে সক্ষম এটি। তবে যাত্রী বহনের বদলে এবার নিজেই একটি গাড়িতে সওয়ার হয়েছিল ‘এয়ারবাস এ৩৮০’ মডেলের একটি বিমান।


ফ্রান্সের একটি বিমান বন্দরে বৃহত্তম এই বিমানটিকে টেনে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে পোরশে কায়েনে মডেলের একটি গাড়ি। ৬ লক্ষ ২৮ হাজার পাউন্ড ওজনের বিমানটিকে অনায়াসেই টেনে নিয়ে যায় পুচকে পোরশে কায়েনে গাড়িটি।


বিমান টেনে নিয়ে যাওয়ার সময় গাড়িটি চালান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরচের যুক্তরাজ্য ভিত্তিক টেকনিশিয়ান রিচার্ড পায়নে। রেকর্ডের স্বীকৃতি দিতে চার্লস ডি গুয়েলে আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন গিনেস কর্তৃপক্ষের প্রতিনিধিরা।


রেকর্ড গড়ার পর রিচার্ড পায়নে গণমাধ্যমের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, এটি করার আগে এর সম্ভাব্যতা নিয়ে কিছুটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত সত্যিই সম্ভব হয়েছে। এটি করার পর নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। গাড়ির সক্ষমতা প্রমাণের জন্য এর থেকে বড় চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না। পোরশে কায়ানে ডিজেল গাড়িটি যা করেছে তা সত্যিই অসাধারণ।-ইউপিআই