প্রতিদিন যে দোয়া সকাল-সন্ধ্যায় পাঠ করলে কোন ক্ষতি হবে না আপনার

ইসলামিক শিক্ষা May 4, 2017 1,538
প্রতিদিন যে দোয়া সকাল-সন্ধ্যায় পাঠ করলে কোন ক্ষতি হবে না আপনার

যে দোয়া সকাল-সন্ধ্যায় পাঠ করলে কোন ক্ষতি হবে না আপনার


بسم الله الذى لا يضر مع اسمه شيئ فى الارض ولا فى السماء وهو السميع العليم


(তিন বার পাঠ করা)


উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মাআসমিহী শাইয়ুন ফিল আরদি ওলা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলীম।


অর্থ : আমি সকালে বা সন্ধ্যায় উপনীত হয়েছি এমন আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও যমীনের কোন কিছুই ক্ষতি করতে পারে না।


ফজিলত : যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিন বার করে পাঠ করবে, কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না।