১ ফেসপ্যাকেই সুন্দর ত্বক!

রূপচর্চা/বিউটি-টিপস May 3, 2017 844
১ ফেসপ্যাকেই সুন্দর ত্বক!

ত্বকের যত্নে খুব বেশি সময় ব্যয় করার প্রয়োজন নেই। ঘরে তৈরি একটি ফেসপ্যাক ব্যবহারেই পেতে পারেন সুন্দর ও উজ্জ্বল ত্বক। প্রাকৃতিক উপাদানের তৈরি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন বেকিং সোডা ও নারিকেল তেলের ফেসপ্যাক-


বেকিং সোডা ও নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চাইলে সামান্য কুসুম গরম পানি মেশাতে পারেন। ত্বক বেশি সংবেদনশীল হলে ২ ভাগ নারিকেল তেল ও ১ ভাগ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান।


কয়েক মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ৫ মিনিটের বেশি ফেসপ্যাকটি রাখবেন না ত্বকে। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করতে ত্বকের অতিরিক্ত তেল ও ব্রণ দূর হবে। পাশাপাশি মরা চামড়া ও দাগ দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক।


তথ্য: বোল্ডস্কাই