তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট টোনার

রূপচর্চা/বিউটি-টিপস May 3, 2017 692
তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট টোনার

ত্বকের যত্নে আমরা সাধারণত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকি। ফেসওয়াশ ত্বক থেকে ময়লা, ধুলোবালি পরিষ্কার করে থাকে ঠিকই তার সাথে সাথে ত্বক করে তোলে রুক্ষ, প্রাণহীন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য টোনারের বিকল্প নেই।


ত্বকে বিভিন্ন ধরন রয়েছে, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। ত্বকের ভিন্নতা অনুযায়ী ত্বকের সমস্যায় ভিন্নতা রয়েছে। তৈলাক্ত ত্বকে রয়েছে ব্রণ সমস্যা, শুষ্ক ত্বকের অধিকারীদের সম্মুখীন হতে হয় রুক্ষতার। যা কারণে ত্বকে র‍্যাশ দেখা দেয়।


সকল ধরনের ত্বকের জন্য একধরণের টোনার প্রযোজ্য নয়। ত্বকের ভিন্নতা অনুযায়ী টোনারে ভিন্নতা রয়েছে। বাজারে নানান ধরনের টোনার কিনতে পাওয়া যায়। বাজারের টোনার ত্বকের জন্য ক্ষতিকর হয়ে থাকে। আপনি চাইলে ঘরে নিজেই টোনার তৈরি করে নিতে পারেন। এটি কেমিক্যাল মুক্ত হওয়ায় ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।


• তৈলাক্ত ত্বকের উপযোগী টোনার তৈরির প্রণালীটি দেখে নিন. . .


যা যা লাগবে

৩/৪ কাপ গ্রিন টি


১/৪ কাপ বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার


কয়েক ফোঁটা টি ট্রি অয়েল (ইচ্ছা)


কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল (ইচ্ছা)


যেভাবে তৈরি করবেন

১। একটি গ্রিন টি ব্যাগ ৩/৪ কাপ পানিতে জ্বাল দিয়ে চা তৈরি করে নিন। এটি একটি জারে ঢেলে নিন।


২। এতে ১/৪ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন।


৩। এরপর পছন্দ মতো টি ট্রি অয়েল অথবা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন।


৪। ব্যস তৈরি হয়ে গেলো তৈলাক্ত ব্রণপ্রবণ ত্বকের উপযোগী টোনার।


যেভাবে ব্যবহার করবেন

১। একটি তুলোর বল বা কটন প্যাডে টোনার ভিজিয়ে নিন। এটি দিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগান।


২। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


৩। এটি দিনে দুইবার ব্যবহার করুন।


৪। এছাড়া একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলেও ব্যবহার করতে পারেন।


এটি ফ্রিজে রাখুন। ১০ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা সম্ভব।


কার্যকারিতা

গ্রিন টির অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকের তেল শুষে নেয় এবং পিএইচ লেভেল ঠিক রাখে। টি ট্রি অয়েল অথবা ল্যাভেন্ডার অয়েল ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।