নারীদের নেকাব করা কি ফরজ?

ইসলামিক শিক্ষা May 2, 2017 962
নারীদের নেকাব করা কি ফরজ?

প্রশ্ন : নারীদের জন্য নেকাব করা কি ফরজ?


উত্তর : নারীদের নেকাব পরা ফরজ কি না, এই প্রসঙ্গে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন ফরজ, আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন, এটি করা উত্তম। আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন, যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে নেকাব না করলেও চলবে।


সুতরাং, এই তিনটি বক্তব্যের যেকোনো একটি গ্রহণ করতে পারেন। তবে বেশির ভাগ আহলে তাহকিকদের বক্তব্য হচ্ছে, যেহেতু ফেতনার যুগ অর্থাৎ যুগটাই ফেতনায় ভরে গেছে, এখন ফেতনার আশঙ্কার প্রশ্নই আসে না; বরং ফেতনায় পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, সেক্ষেত্রে উত্তম হচ্ছে, নেকাব করা। তাহলে আপনি ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন এবং অন্যরাও ফেতনা থেকে নিজেদের রক্ষা করতে পারবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন