চুলের যত্নে নানাভাবে মেহেদি

রূপচর্চা/বিউটি-টিপস April 30, 2017 845
চুলের যত্নে নানাভাবে মেহেদি

চুলের যত্নে কত কিছুই তো লাগানো হয়, এর মধ্যে অন্যতম ‘মেহেদি’। মেহেদি পাতা বেটে কিংবা মেহেদি গুঁড়া পানিতে গুলিয়ে ব্যবহার করা হয় চুলের যত্নে। চুল ঝলমলে আর সতেজ করতে এমন কি সাদা চুল রাঙাতে মেহেদির বিকল্প নেই।


▶আজকে জেনে নিন চুলের যত্নে পাঁচ উপায়ে মেহেদি ব্যবহার।


১) আমলকি পেস্টের সঙ্গে মেহেদি পেস্ট মিশিয়ে চুলে লাগালে চুলের বৃদ্ধি তড়ান্বিত হবে।


২) মাথার ত্বক ও চুল খুব বেশি শুষ্ক হলে ম্যায়োনেজ কিংবা ডিমের সাদা অংশের সঙ্গে মেহেদি মিশিয়ে ব্যবহার করলে শুষ্কতা কমে যাবে।


৩) খুশকি দূর করতে মেথি পেস্টের সঙ্গে মেহেদি ব্যবহার করুন।


৪) চুলের গোড়া শক্ত করতে মেহেদির সঙ্গে সরিষার তেলের মিশ্রণের জুড়ি নেই।


৫) মেহেদির সঙ্গে গ্রিন টি মিশিয়ে ব্যবহার করলে চুল ঝলমলে ও সতেজ হয়।