পুরুষের চুল কতটুকু লম্বা করা যায়?

ইসলামিক শিক্ষা April 30, 2017 1,057
পুরুষের চুল কতটুকু লম্বা করা যায়?

প্রশ্ন : পুরুষের চুল কি ঘাড় পর্যন্ত লম্বা করা যাবে?


উত্তর : হ্যাঁ, পুরুষ যারা আছেন তাঁরা ঘাড় পর্যন্ত তাঁদের চুল লম্বা করতে পারেন। বাংলায় একে বলে বাবরি চুল। এর বিভিন্ন ধরনের নাম আছে, আরবিতে বলা হয় ওয়াফরা। এটা ঘাড়ের নিচ পর্যন্ত যাবে না, ঘাড় পর্যন্ত থাকবে। এ ধরনের চুল রাখা জায়েজ, নাজায়েজ নয়।


এটি আরবের প্রাচীন যে আদত ছিল, সেই আদতের অন্তর্ভুক্ত। নবী (সা.) এই আদতকে সমর্থন করেছেন। তিরমিজি হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, নবী (সা.) তাঁর চুলকে ছেড়ে দিতেন অর্থাৎ ওয়াফরা বা ঘাড় পর্যন্ত তিনি লম্বা রাখতেন।


সুতরাং কেউ যদি লম্বা চুল রাখেন, তাহলে তিনি রাখতে পারেন। যেহেতু নবী (সা.) রেখেছেন, এই তায়াছ্ছি যদি কেউ করেন, মানে নবীকে (সা.) অনুসরণ করেন, তাহলে শুধু অনুসরণের জন্য তিনি সওয়াবও পাবেন। এতে কোনো সন্দেহ নেই। এটি নবী (সা.)-এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন