দত্তক নেওয়া সন্তানকে কোন পরিচয়ে ডাকতে হবে?

ইসলামিক শিক্ষা April 28, 2017 937
দত্তক নেওয়া সন্তানকে কোন পরিচয়ে ডাকতে হবে?

প্রশ্ন : আমার ১৬ বছর বিয়ে হয়েছে। কিন্তু কোনো বেবি নেই। আমি বোখারি শরিফে একটা হাদিসে পড়েছি, (আমার ভুল হতে পারে) আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা যদি কোনো বাচ্চা লালন পালন কর, তাহলে তার পিতার পরিচয়ে ডাক, সেটাই আল্লাহ তায়ালা শ্রেষ্ঠ মনে করেন। আর যদি তোমরা তার পিতার পরিচয় না জানো, তাহলে সে তোমার বন্ধু বা ভাই।’


তাহলে কি আমরা কোনো বাচ্চা লালন-পালন করতে পারব না? সেটা কি শরিয়তে নেই?


উত্তর : সন্তান লালন-পালনের জন্য গ্রহণ করা জায়েজ, নাজায়েজ নয়। কিন্তু তার পরিচয়ের বিষয়টি যখন আসবে, তখন তাকে সত্যিকার পরিচয়েই নিয়ে আসতে হবে। তার পরিচয় কোনোভাবেই গোপন করার বৈধতা নেই, যেহেতু ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। তার পিতৃপরিচয় ঠিক রাখতে হবে।