চুল স্ট্রেইট করলে গুনাহ হবে কি?

ইসলামিক শিক্ষা April 27, 2017 1,677
চুল স্ট্রেইট করলে গুনাহ হবে কি?

প্রশ্ন : মহিলারা কি তাঁদের কোঁকড়ানো চুল কেমিক্যাল ব্যবহার করে স্ট্রেইট করাতে পারবে?


উত্তর : এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। তবে অধিকাংশ আহলে তাহকিকের বক্তব্য হচ্ছে, যদি তাঁদের সৌন্দর্য কোঁকড়ানো চুল সোজা করার মাধ্যমে মনে করেন, তাহলে তাঁরা সোজা করতে পারেন, এটি জায়েজ রয়েছে।


কারণ, এর মাধ্যমে মূলত আল্লাহতায়ালার সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় না। এটি শুধু সৌন্দর্য পরিবর্তন, এতটুকুই, আর কিছুই না। তাই মহিলাদের জন্য যদি তাঁরা প্রয়োজন মনে করেন এবং তাঁরা মনে করেন কোঁকড়ানো চুলে সৌন্দর্য নষ্ট হচ্ছে, সে ক্ষেত্রে চুলকে সোজা করা জায়েজ রয়েছে।


রাসূল (সা.)-এর হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূল (সা.) চুল আঁচড়াতেন, চুল এলোমেলো থাকলে সৌন্দর্যের জন্য হাত দিয়ে চুলকে সাজাতেন। তাহলে বোঝা গেল, এখানে স্বাভাবিক যে তাজমিল বা সৌন্দর্য চুলের জন্য সেটি জায়েজ রয়েছে। এর ওপর অধিকাংশ আহলে তাহকিক বলেছেন যে, এ ক্ষেত্রে এভাবে চুল সোজা করা জায়েজ, নাজায়েজ নয়।