শাবান মাসের চাঁদ দেখা যেতে পারে বৃহস্পতিবার!

ইসলামিক সংবাদ April 26, 2017 1,009
শাবান মাসের চাঁদ দেখা যেতে পারে বৃহস্পতিবার!

১৪৩৮ হিজরি সনের পবিত্র লাইলাতুল বারাআতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখা বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।


আগামীকাল সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।


চন্দ্রবর্ষের অষ্টম মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বারাত হিসেবে পরিচিত। আরব বিশ্বে এই রাতটি তেমন গুরুত্ব না দিলেও উপমহাদেশে এই রাতটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পরের মাস রমজান হওয়ায় শাবান বিশেষ গুরুত্ব বহন করে।