মেছতা দূর করতে যা করবেন

রূপচর্চা/বিউটি-টিপস April 26, 2017 748
মেছতা দূর করতে যা করবেন

অতিরিক্ত রোদে বাইরে থাকা, দুশ্চিন্তা বা শারীরিক কোনো সমস্যার কারণে ত্বকে মেছতা হতে পারে। মেছতার দাগ সারাতে অনেকেই অনেক দামী ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু ক্রিমে সাময়িক উপকার পাওয়া গেলেও, কয়েকদিন বাদেই আবার দাগ দেখা দেয়।


ঘরোয়া যত্নেই ত্বকের মেছতার দাগ দূর করা সম্ভব। জেনে নিন. . .


সপ্তাহে দুই দিন দুই চা চামচ চালের গুঁড়া ও একটি ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মেছতা দূর হবে ও একইসঙ্গে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল।


টকদই মেছতা দূর করতে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন ত্বকে টক দই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেছতা দূর করে ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে দেবে।


লেবুর রসে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।


বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হবেন। রোদে গেলে অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।