খুশকি দূর করে মেহেদি

রূপচর্চা/বিউটি-টিপস April 25, 2017 739
খুশকি দূর করে মেহেদি

সুন্দর ও ঝলমলে চুলের জন্য হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়ে যাওয়া, খুশকির মতো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। ঝলমলে ও উজ্জ্বল চুলের জন্যও জুড়ি নেই এসব প্রাকৃতিক উপাদানের। জেনে নিন চুলচর্চায় ৩ প্রাকৃতিক হেয়ার প্যাক কীভাবে ব্যবহার করবেন-


▶মেহেদি


একটি পাত্রে মেহেদির গুঁড়া নিন। লোহার পাত্র হলে ভালো হয়। চায়ের লিকার ও ১টি লেবুর রস মেশান। কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মেহেদির মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।


▶মধু ও অলিভ অয়েল


সূর্যের তাপে ত্বকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় চুলও। চুল বিবর্ণ ও প্রাণহীন হয়ে পড়ে। চুলে জৌলুস ফিরিয়ে আনতে ব্যবহার করুন এই হেয়ার প্যাক। আধা কাপ মধুর সঙ্গে ২ থেকে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।


▶অ্যালোভেরা


মাথার তালুর পিএইচ এর লেভেল নিয়ন্ত্রণ করে অ্যালোভেরা। চুল পড়া কমাতেও জুড়ি নেই এই ভেষজের। অ্যালোভেরা ব্লেন্ড করে আধা চা চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি মাথার তালু ও চিলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। তথ্য: বোল্ডস্কাই