রিকোর নতুন ডিএসএলআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 25, 2017 873
রিকোর নতুন ডিএসএলআর ক্যামেরা

জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রিকো নতুন একটি ডিএসএলআর ক্যামেরা দেশটির বাজারে ছেড়েছে। এর মডেল পেনট্যাক্স কেপি। ক্যামেরাটির দাম লাখ খানেক টাকার কাছাকাছি। ক্যামেরাটি ভারত ও বাংলাদেশে শিগগিরই পাওয়া যাবে। বাংলাদেশে রিকোর ক্যামেরা বিক্রির জন্য পরিবেশক রয়েছে।


রিকো পেনট্যাক্স কেপি ২৪.৩২ মেগাপিক্সেলের এপিএস-সি সিমস সেন্সর রয়েছে। এই ক্যামেরায় সর্বোচ্চ ৮১৯২০০ আইএসও রয়েছে। এর ইলেকট্রোনিক শাটারের মাধ্যমে ১/২৪০০০০ শুটিং স্পিড পাওয়া যাবে।


ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি প্যানেল আছে। এতে ফাইভ-এক্সিস শেখ রিডাকশন সিস্টেম রয়েছে। এর অপটিক্যাল ভিউ ফাইন্ডারে ১০০ শতংশ ফিল্ড অব ভিউ পাওয়া যাবে।


রিকোর এই ক্যামেরাটি দিয়ে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের এই ক্যামেরাটি ডাস্টপ্রুফ, কোল্ড প্রুফ এবং ওয়াটার প্রুফ। ক্যামেরাটি মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কাজ করবে।