কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলছেন রোনালদো?

মজার সবকিছু April 25, 2017 1,500
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলছেন রোনালদো?

চ্যাম্পিয়ন্স লিগে শুধু হ্যাট্রিকই করেননি, নিজের শততম গোলটি করে গত ম্যাচে হাঁকিয়েছেন গোলের এক দুর্দান্ত সেঞ্চুরি। সেঞ্চুরিটা যখন হয়েই গেছে, এবার তাই ফুটবলের সীমানা ছাপিয়ে ক্রিকেটেও উঁকি মারার কথা ভাবছেন রোনালদো। স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পর সেই নতুন ঠিকানা কি হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? তিনি কি খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে?




গোলের সেঞ্চুরি হাঁকিয়ে ইতোমধ্যেই রোনালদো নজর কেড়েছেন বড় দলগুলোর। শাহরুখ খান কিছুদিন আগে এক 'ক্লোজ ফ্রেন্ডস প্রাইভেসি' দেয়া টুইটে বলেছেন, 'যেভাবেই হোক, দলে রোনালদোকে চাই। এজন্য আমার সামনের মুভিতে ওকে সাইড নায়কের রোল দিতেও রাজি আছি। দরকার হলে কেকেআরের নতুন নাম হবে কেকেআরসেভেন।'


এদিকে গত ম্যাচে হ্যাট্রিকের বদৌলতে অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশ করে খুব ফুরফুরে মেজাজে আছেন রোনালদো। eআরকি টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, 'ভাবছি আইপিএলটা খেলেই ফেলব। আইপিএল আই দিয়ে শুরু হয় তো, একটা অ্যাপল অ্যাপল ভাব আছে। শাহরুখ খান পোক করেছিলো। এখনো রিপ্লাই দেইনি। থাকুক ঝুলে!'


স্ট্রাইকার থেকে অল-রাউন্ডার হয়ে গেলেন, এমন গুঞ্জনের উত্তরে রোনালদো লাজুক কন্ঠে বলেন, 'গোলের সেঞ্চুরি করার পর আমার গার্লফ্রেন্ড জর্জিনা সেঞ্চুরিটা বাসায় নিয়ে যেতে বলেছিলো। তারপর মনে হল, ওকে একটা হ্যাট্রিক উপহার দিলে মন্দ হয় না। জর্জিনা হ্যাট্রিক দিয়ে দারুন এক পর্তুগিজ স্যালাদ বানিয়েছিল।'




সাকিব আল হাসানকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন কিনা, এমন প্রশ্নে রোনালদো অল-ক্লিয়ার শ্যাম্পু দিয়ে ধোয়া চুলে হাত বুলিয়ে বলেন, 'একই বনে দুই সিংহ থাকতে পারে না। তবে সাকিব যেহেতু টাইগার, মনে হয় প্রবলেম হবে না...!'


রোনালদো দুশ্চিন্তাগ্রস্থ সুরে বলেন, 'একমাত্র ভয় ক্রিস গেইলকে নিয়ে। তবে একটা ঠিক মত ল্যাং মারতে পারলে গেইলের পরের ম্যাচ যে অনিশ্চিত, এ ব্যাপারে আমি নিশ্চিত!'


সব শেষে রোনালদো ভরসা দিয়ে বলেন, 'আইপিএলে খেলা হবে। কাউন্টার অ্যাটাক দিয়ে কিভাবে দিতে হয় দেখায় দেবো।'


এক ফাঁকে নিজের মনের সুপ্ত ইচ্ছাটাও প্রকাশ করেলেন রোনালদো, 'সাকিব, মেসি, মাশরাফি আর মুস্তাফিজের সাথে একই টিমে খেলতে চাই। এইটা আমার ড্রিম টিম!'