

পিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে-
পিল্টু : মা, একটা সুখবর আছে।
মা : বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল।
পিল্টু : এখন থেকে আমরা দুইজন থেকে তিনজন হয়ে গেছি, মা।
মা : এই সুখবরটা এতো দেরিতে বললি কেন? তা ছেলে না মেয়ে হয়েছে রে?
পিল্টু : ওসব কিছু না। আমার বউ আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment