অনলাইনে ফোনের অর্ডার দিয়ে ৩ দিন পর পেলেন ইট!

সাধারন অন্যরকম খবর April 25, 2017 1,005
অনলাইনে ফোনের অর্ডার দিয়ে ৩ দিন পর পেলেন ইট!

ই-কমার্স ফার্ম স্ন্যাপডিলের মাধ্যমে লেনোভোর নতুন মোবাইল ফোন অর্ডার দিয়ে, সুদৃশ্য প্যাকিংয়ে হাতে পেলেন ইট! এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাজ্জব বনে গেছেন আইআইটি ম্যাড্রাসের ওই ছাত্রী।


ভারতের পুনের বাসিন্দা ওই ছাত্রী জানান, ১২০০০ টাকা খরচ করে স্ন্যাপডিলে পছন্দের একটি ফোন বুক করেন। এরপর তিন দিন বাদে হাত যখন স্ন্যাপডিলের পার্সেলটি আসে, খুলেই অবাক হয়ে যান! দেখেন ওই পার্সেলে ভরা রয়েছে ইটের টুকরো।


এভাবে প্রতারিত হয়ে জনপ্রিয় ওই ই-কমার্স সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। ঘটনার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। স্ন্যাপডিলের নির্বাহী অভিযোগের কথা স্বীকার করে বলেন, কী করে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।