গোপ্রোর ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 24, 2017 829
গোপ্রোর ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো নতুন একটি অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে। এর মডেল গোপ্রো ফিউশন। এটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এ বছরের শেষ নাগাদ এটি বাজারে পাওয়া যাবে। ক্যামেরাটির মূল্য সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।


গোপ্রো ফিউশন ক্যামেরা দিয়ে ৫.২ কে মানের ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণ করা যাবে। এতে হাই-ডেফিনেশন ভিডিও পাওয়া যাবে। ক্যামেরাটিতে প্রতি সেকেন্ডে ৩০ টি ফ্রেম ধারণ করতে পারে।


গোপ্রোর নতুন ক্যামেরাটিতে ওভারক্যাপচার ফিচার আছে। এই ফিচারের মাধ্যমে নন-ভিআর ফটো এবং ভিডিও ক্যাপচার করা যাবে। যদিও ক্যামেরাটি ভিআর ও নন-ভিআর কনটেন্ট ধারণ করতে সক্ষম।


নতুন ক্যামেরাটি নিয়ে গোপ্রো প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাস উডম্যান বলেন, ‘গোপ্রোর নতুন ক্যামেরা ফিউশন যেকোনো অ্যাঙ্গেলের ছবি ধারণ করতে পারে। এটি দিয়ে ভিআর কনটেন্ট ধারণ করার পাশাপাশি সাধারণ ছবিও ধারণ করা যাবে।’