হজে গিয়ে মারা গেলে বিশেষ কোন মর্যাদা লাভ হয় কি?

ইসলামিক শিক্ষা April 22, 2017 1,857
হজে গিয়ে মারা গেলে বিশেষ কোন মর্যাদা লাভ হয় কি?

প্রশ্ন : হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, ‘মক্কার মাটি পেল’, এর কি বিশেষ কোনো মর্তবা আছে?


উত্তর : না, অতিরিক্ত কোনো মর্যাদা বা মর্তবা নেই। তবে মক্কা, অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন হলে, যদি তিনি সত্যিকার ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এটি তাঁর জন্য একটা মর্যাদার বিষয়।


কিন্তু এর জন্য অতিরিক্ত ফজিলতের কোনো বিষয় রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেননি।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন