লিমিটেড এডিশনের স্মার্টওয়াচ আনলো অ্যাপল

গ্যাজেট রিভিউ April 22, 2017 817
লিমিটেড এডিশনের স্মার্টওয়াচ আনলো অ্যাপল

অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর নাইক প্লাস এডিশন বাজারে আসে গত বছরের সেপ্টেম্বরে। এবার এলো এর বিশেষ এডিশন। এটি নাইক স্পেসিফিক এডিশন। ওয়াচটিতে বলা হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ ২ নাইকল্যাব।


লিমিটেড এডিশনের ন্যাচারাল টোনড এই স্মার্টওয়াচটিতে আগের ভার্সনের স্মার্টওয়াচের সব ফিচারই আছে।


এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, লিমিটেড এডিশনের এই ওয়াচটি ২৭ এপ্রিল থেকে বাজারে বিক্রি শুরু হবে। এটি নাইক ডটকম এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে।


অ্যাপল ওয়াচ সিরিজ ২ ওয়াচওস ৩ অপারেটিং সিস্টেম চালিত। এতে ডুয়েল কোর প্রসেসর আছে। এতে নতুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।


ডিভাইসটিতে দ্বিতীয় প্রজন্মের ওলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যাপল দাবি করছে এই প্রসেসর আগের ভার্সনের ওয়াচের চেয়ে আরও বেশি উজ্জ্বল।


ওয়াচটিতে বিল্টইন জিপিএস রয়েছে। এটি স্লাশ প্রুফ। ৫০ মিটার গভীর পানিতে ডিভাইসটি সচল থাকবে।


অ্যাপল ওয়াচ দুইটি কেস ভার্সনে পাওয়া যাচ্ছে। একটি ৩৮ মিলিমিটার অন্যটি ৪২ মিলিমিটারে। বেশ কয়েকটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।