

প্রচলিত আছে “আগে দর্শনধারী, পরে গুণ বিচারী”। তাই সবাই চায় নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় দেখাতে। আর এই সুন্দর দেখানোর জন্য চেষ্টার কমতি থাকে না। পার্লার, ফেসপ্যাক, লেজার ট্রিটমেন্ট কত কিছুই না করা হয় সুন্দর হওয়ার জন্য। তারপরও শেষ রক্ষা হয় কী? ব্রণ, কালো দাগ, রিংকেল, বয়সের ছাপ ইত্যাদি রুপ সমস্যা রয়ে যায়। বাজারের কেমিক্যাল পণ্য ব্যবহার কিংবা লেজার ট্রিটমেন্ট উভয় ত্বকের জন্য ক্ষতিকর। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ঘরোয়া কিছু উপায়ে ত্বকের সমস্যা সমাধান করা সম্ভব। আর এই কাজটি করতে সাহায্য করবে বেকিং সোডা এবং অ্যাপেল সাইডার ভিনেগার। কীভাবে? জেনে নিন উপায়টি।
যা যা লাগবে
বেকিং সোডা
অ্যাপেল সাইডার ভিনেগার
মধু
১/২ লেবুর রস
যেভাবে ব্যবহার করবেন
১। অর্ধেক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন।
২। আরেকটি পাত্রে কিছু পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিন।
৩। এরপর বেকিং সোডা মিশ্রণের সাথে পানি এবং অ্যাপেল সাইডার ভিনেগারে মিশ্রণটি ঢেলে নিন।
৪। এরসাথে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিন। সবগুলো উপাদান ভালো করে মেশান।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। এবার একটি নরম কাপড় দিয়ে মুখটা মুছে ফেলুন। ত্বকে বেকিং সোডার মাস্কটি ব্যবহার করুন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
এই প্যাকটি ত্বকে কালো দাগ, ব্রণ হওয়ার প্রবণতা, রিংকেল, বলিরেখা পড়া রোধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।







