মোবাইলে লাইভ স্ট্রিমিং সহজ করল গুগল!

ইন্টারনেট দুনিয়া April 19, 2017 1,106
মোবাইলে লাইভ স্ট্রিমিং সহজ করল গুগল!

মোবাইল লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। ফেসবুক ও টুইটারে সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে গুগলের। তাই গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে লাইভ স্ট্রিমিং আরও সহজ করছে প্রতিষ্ঠানটি। এ সেবা গত ফেব্রুয়ারিতে চালু করে গুগল। এখন এক হাজার সাবস্ক্রাইবার আছে—এমন কেউ সহজেই মোবাইলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন।


এর আগে যে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ১০ হাজার সাবস্ক্রাইবার আছে, তাদের কেবল মোবাইল থেকে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ দিত গুগল। ইউটিউবের সাপোর্ট পেজে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। যখনই এক হাজারের বেশি সাবস্ক্রাইবার যুক্ত হবে, তখনই ক্রিয়েটর স্টুডিও টুলস ব্যবহার করে লাইভ স্ট্রিমিং অপশন চালু করা যাবে।


এ জন্য অ্যান্ড্রয়েড ৬.০ বা পরের সংস্করণ এবং আইওএস ৮ ও এর পরের সংস্করণের মোবাইল লাগবে। ওই ডিভাইসে ইউটিউব মোবাইল অ্যাপ চালু করে ক্যাপচার বাটন চেপে লাইভ স্ট্রিমিং করা যাবে। ইউটিউব এ ভিডিওগুলো আর্কাইভ করে রাখবে।


এগুলো প্রাইভেসি সেটিংস দিয়ে রাখা বা মুছে ফেলার ক্ষমতা থাকবে ব্যবহারকারীর।


তথ্যসূত্র: এনডিটিভি।