বাংলালিংক সংযোগে ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ ফ্রি

Banglalink April 18, 2017 2,654
বাংলালিংক সংযোগে ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ ফ্রি

নতুন সংযোগে গ্রাহকদের এক বছর পর্যন্ত বিনামূল্যে ফেইসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ সেবা দিচ্ছে বাংলালিংক।মঙ্গলবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই অফারের কথা জানান হয়।


এতে বলা হয়, নতুন সিম কিনে গ্রাহকরা মাত্র ৪৮ টাকা রিচার্জ করে ফেইসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো ফ্রি উপভোগ করতে পারবেন।


এছাড়া যেকোনো অপারেটরে সর্বোচ্চ ২০০ মিনিট টকটাইম, ২০০ মেগাবাইট ইন্টারনেট এবং ৫০টি অন-নেট এসএমএস উপভোগ করতে পারবেন।


পরবর্তী ধাপের বোনাস অফারগুলো এবং ফ্রি ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পেতে গ্রাহকদের প্রতি মাসে ৭৫ টাকা ব্যবহার করতে হবে।


গ্রাহকরা মাত্র ৪৪ টাকা রিচার্জ করে পাবেন সর্বোচ্চ ৩ গিগাবাইট ইন্টারনেট, যেকোনো অপারেটরে ৪৪ মিনিট টক টাইম এবং ৫০টি অন-নেট এসএমএস।


ফ্রি ফেইসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ পেতে গ্রাহকদের প্রথম ৪৪ টাকা রিচার্জের পর প্রতি মাসে ৭৫ টাকা ব্যবহার করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


বাংলালিংকের হেড অফ প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং আবদুল্লাহ ফয়েজ বলেন, “বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম হিসেবে পরিণত হয়েছে।


বাংলালিংকের ডিজিটাল অগ্রগতির প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা গ্রাহকদের সেই প্রয়োজনীয়তাকে অনুধাবন করেছি।”