খুশকি দূর হবে ৭ উপায়ে

রূপচর্চা/বিউটি-টিপস April 17, 2017 1,049
খুশকি দূর হবে ৭ উপায়ে

চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। ধুলাবালি ও ময়লা জমে খুশকি হতে পারে। শুষ্ক ত্বকের অধিকারী যারা, তাদের মধ্যে খুশকির প্রকোপ বেশি দেখা যায়। নিয়মিত যত্নে দূর হতে পারে খুশকি।


• জেনে নিন ঘরেই খুশকি দূর করার ৭ উপায়. . .


চিনি ও লেবু

গুঁড়া চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বক স্ক্রাব করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


লবণ

শ্যাম্পু হাতের তালুতে নিয়ে লবণ মিশিয়ে নিন। লবণমিশ্রিত শ্যাম্পু ঘষে ঘষে চুলের গোড়ায় লাগান। চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।


বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মাথার তালুতে ঘষে লাগান। শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই। পানি দিয়ে ধুয়ে মুছে নিন চুল।


লেবু ও অলিভ অয়েল

অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার তালু ঘষে নিন।


আপেল সিডার ভিনেগার

১ কাপ পানিতে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন। এটি ময়লা ও খুশকি দূর করবে।


বেকিং সোডা ও লেবু

বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন পেস্ট। এটি ব্যবহার করুন মাথার তালুতে। দূর হবে খুশকি।


অ্যালোভেরা ও লবণ

অ্যালোভেরা জেলের সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করুব চুলের গোড়ায়। খুশকির অত্যাচার থেকে মুক্তি পাবেন।