নিকনের নতুন ডিএলএলআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 14, 2017 1,682
নিকনের নতুন ডিএলএলআর ক্যামেরা

নতুন একটি ক্যামেরা বাজারে এনেছে বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিকন। ডি সিরিজের এই ক্যামেরাটির মডেল ডি৭৫০০। এটি মধ্যম ঘরানার ক্যামেরা।


এতে ২০.৯ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও করা যাবে। ক্যামেরাটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। এর বডির মূল্য ১২৪৯ ডলার।


নিকন ডি৭৫০০ ক্যামেরাটিতে ২০.৯ মেগাপিক্সেলের ডিএক্স-ফরম্যাট সেন্সর রয়েছে। এর আইএসও রেঞ্চ ১০০-৫১৬০০। এতে ৮ এফএস কনটিনিউয়াস শুটিং মোড ব্যবহার করা হয়েছে। এতে ফোরকে ভিডিও করা যাবে। প্রতি সেকেন্ডে ২৪,১৫ এবং ৩০ টি ফ্রেম ধারণ করা যাবে।


ক্যামেরাটিতে ৩.২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এতে ওএলইডি ইলেকট্রোনিক ভিডিফাইন্ডার আছে। ক্যামেরাটিতে এফ নিক্কর, টাইপ জি, ই এবং ডি লেন্স ব্যবহার করা যাবে।


এর আগে নিকন সাশ্রয়ী দামের একটি ডিএলএলআর ক্যামেরা বাজারে ছাড়ে। মডেল ‘নিকন ডি৩৪০০’। এটি ডি সিরিজের সবচেয়ে আপডেট ভার্সন।


এ ক্যামেরায় আছে ১৮-৫৫ লেন্স, ওয়্যারলেস কানেক্টটিভিটি। আছে ভি আর কিট লেন্স। সিএমওএস সেন্সর। এক্সপিড ৪ প্রসেসর।


এটির আইএসও ১০০-২৫০০ । এর রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে। এতে বাড়তি এসডি কার্ড সাপোর্ট করবে।


এ ডিএসএলআরটির ওজন মাত্র ৩৯৫ গ্রাম । এতে আছে লিথিয়াম আয়নের রিচার্জেবল ব্যাটারি। ক্যামেরায় ২৪.২ মেগাপিক্সেল রেজুলেশন। যা দিয়ে ১০৮০ এইচডি ভিডিও করা যাবে।


এন্ট্রি লেভেলের এ ডিএসএলআর এর দাম ২৭ হাজার ৯৯০ রুপি।