পার্লারে ভ্রু প্লাক করা কি হারাম?

ইসলামিক শিক্ষা April 14, 2017 2,509
পার্লারে ভ্রু প্লাক করা কি হারাম?

প্রশ্ন : মেয়েরা পার্লারে গিয়ে যে ভ্রু প্লাক করে এবং চুল কাটে, এটি করা যাবে কি না?


উত্তর : পার্লারে যাওয়া হারাম নয়। কিন্তু পার্লারে গিয়ে হারাম কাজ করা হারাম। এটি একেবারেই সহজ বিষয়।


পার্লারে গিয়ে হারাম কাজ করলে সেটা পার্লারেও হারাম, আবার ঘরের মধ্যে হারাম কাজ করলে সেটা ঘরেও হারাম। ভ্রু প্লাকটা ঘরেও হারাম, পার্লারেও হারাম।


সুতরাং আপনি যেটা বলেছেন ভ্রু প্লাক, এটাকে রাসুল (সা.) হারাম করেছেন, নিষেধ করেছেন। তাই, এটা পার্লারে গিয়ে করেন, ঘরে করেন বা অন্য কোথাও গিয়ে করেন, সব জায়গাতেই হারাম।


আর পার্লারে গিয়ে যদি আপনি চুল কাটান, সাজেন বা স্বাভাবিক কাজ করেন, যেগুলো হারাম নয়। সেগুলো পার্লারে গিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই। তবে পার্লারে পর্দার বিষয়টি এবং সেখানে আদৌ সে ধরনের পরিবেশ আছে কি না, সেটি বিবেচনায় রাখতে হবে।