

প্রশ্ন : মেয়েরা নূপুর পরে নামাজ পড়ে। নূপুর পরে নামাজ কুতটুকু ঠিক হবে?
উত্তর : নূপুর পরে নামাজ পড়তে কোনো ক্ষতি নেই। তবে খেয়াল রাখতে হবে যেন পুরুষরা যেন সেই নূপুরের আওয়াজ শুনতে না পায়। যদি শুনতে না পায়, তাহলে নূপুর পায়ে নামাজ পড়তে কোনো নিষেধাজ্ঞা নেই।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন








পাঠকের মন্তব্য (1)
- Nuruzzaman Muradnupur poridhan korai to najayej.
Please login To write comment