

▶বাণী
প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমেরিকার সবচেয়ে ধনীদের লিস্টটা দেখি। যদি সেখানে আমার নাম না থাকে, তাহলে আমি কাজের জন্য বেরিয়ে পড়ি। -রবার্ট অরবান।
ছোটকালে আমর স্বপ্ন ছিল বড় হয়ে আমি পতিতালয়ের পিয়ানোবাদক হবো নয়তো রাজনীতিবিদ হবো। সত্যি বলতে কি, এখন বুঝতে পারছি, দুটোয় কোনো পার্থক্য নেই। -হেনরি এস. ট্রুম্যান
হার্ট অ্যাটাক করার সবচে খারাপ সময় কোনটা জানেন, যখন আপনি কোন নাটকে হার্ট অ্যাটাকের অভিনয় করছেন, ঠিক তখন। -দিমিত্রি মার্টিন
▶বচন
শুধু পেটে কুল,
ভর পেটে মূল।