

বাণী
সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না।
-জোনাথন সুইফট
বুড়ো হবার লক্ষণগুলো হচ্ছে প্রথমে আপনি নাম ভুলে যাবেন, তারপর মানুষের চেহারা ভুলে যাবেন, এরপর প্যান্টের জিপার লাগাতে ভুলে যাবেন। সবশেষটা হলো জরুরি সময়ে জিপার খুলতেও ভুলে যাবেন। -লিও রোজেনবার্গ
টাকা দিয়ে তুমি বন্ধু কিনতে পারবে না, তবে বেশ কিছু উচ্চমার্গের শত্রু তো অবশ্যই পাবে। -স্পাইক মিলিগান
বচন
আম খেয়ে খায় পানি,
পেঁদি বলে আমি ন জানি।